ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিগগিরই ইরানের সঙ্গে চালু হচ্ছে এসপিভি ॥ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৯:৩৬, ২৪ জানুয়ারি ২০১৯

শিগগিরই ইরানের সঙ্গে চালু হচ্ছে এসপিভি  ॥  ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের সঙ্গে বহির্বিশ্বের অর্থনৈতিক লেনদেন চালু রাখার বিশেষ ব্যবস্থা- এসপিভি শিগগিরই চালু হতে যাচ্ছে।মূলত, ইউরোপের সঙ্গে ডলার-বহির্ভূত লেনদেনের জন্য এই ব্যবস্থা চালু হবে; তবে এই ব্যবস্থা ব্যবহার করে ইরান সারাবিশ্বের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করতে পারবে। লা দ্রিয়াঁ সম্প্রতি ফরাসি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই এসপিভি চালু হয়ে যাবে।” তিনি আরো বলেন, ইরান যাতে তার রপ্তানিকৃত তেলের বিনিময়ে ইউরো সংগ্রহ করতে এবং একইসঙ্গে প্রধান তিন ইউরোপীয় শরীকের কাছ থেকে জরুরি পণ্য কিনতে পার সেজন্য এই ব্যবস্থা চালু করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।তবে আমেরিকা ওই সমঝোতা থেকে বেরিয়ে গেলেও এতে স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এবং চীন ও রাশিয়া পরমাণু সমঝোতায় অটল থাকার ঘোষণা দেয়। একইসঙ্গে এসব দেশ ইরানকেও পরমাণু সমঝোতা ত্যাগ না করার আহ্বান জানায়। ইরান তাদের আহ্বানের জবাবে বলেছে, পরমাণু সমঝোতা থেকে পাওয়া সুবিধা ইউরোপীয় দেশগুলো নিশ্চিত করতে পারলে তেহরান এই সমঝোতায় অটল থাকবে। ২০১৮ সালের মাঝামাঝি সময়েই ইউরোপ বহির্বিশ্বের সঙ্গে ইরানের আর্থিক লেনদেনের জন্য 'স্পেশাল পারপাস ভেহিকেল' বা এসপিভি চালু করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সে প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। অবিলম্বে ওই ব্যবস্থা চালু না হলে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।#
×