ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে জমিজমার বিরোধে খুন ১

প্রকাশিত: ২০:০৭, ২৪ জানুয়ারি ২০১৯

মাদারীপুরে জমিজমার বিরোধে খুন ১

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে রাজৈর উপজেলার দক্ষিণ সীমান্তে জমিজমা সংক্রান্ত বিরোধে ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর যুধিষ্টির বসুকে (৫০) কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে কদমবাড়ির ইউনিয়নের মৃধাবাড়ী গ্রামে। নিহত যুধিষ্টির বসু কদমবাড়ির মৃত প্রেমচাঁদ বসুর ছেলে। পুলিশ, এলাকাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে, যুধিষ্টির বসু বুধবার বিকালে একই ইউনিয়ের দীঘিরপাড় গ্রামে ধর্মীয় কবি গান শুনতে যায়। সেখান থেকে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে তড়িঘড়ি করে বাড়ির পাশে মুরগীর খামার দেখতে বেড়িয়ে যায়। এ সময় বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আজ বৃহস্পতিবার ভোর রাতে ঘুম ভেঙ্গে গেলে যুধিষ্টিরকে ঘরে না পেয়ে খোঁজাখুজি শুরু করে তার স্ত্রী ইতি বসু। পরে বাড়ির পাশে মুরগীর খামারে যাবার রাস্তার পাশে লাশ দেখতে পায়। নিহতের বড় ছেলে রণি বসু বলেন, ‘একই গোষ্ঠীর চাচাতো ভাই যতীশ বসু, সতীশ বসু, পাচু বসু গং এর সাথে বাড়ির পাশে পুকুরের জায়গা নিয়ে আমার বাবার মামলা চলে আসছিল। গত কয়েকদিন পুর্বে মামলাল রায় আমাদের পক্ষে যায়। এতে যতীশ বসু গং ক্ষিপ্ত হয়ে ওঠে।’ যুধিষ্ঠিরের স্ত্রী ইতি বসু অভিযোগ করে বলেন, ‘ওরাই আমার স্বামীকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করেছে।’ রাজৈর থানা ভারপ্রাপ্ত অফিসার জিয়াউল মোর্শেদ বলেন, ‘জখমকৃত লাশ উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের পর আইনী ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযুক্তরা বাড়িঘরে তালা মেরে পালিয়ে গেছে।’
×