ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের চিঠি পেয়ে ‘খুশি' কিম

প্রকাশিত: ২২:১৮, ২৪ জানুয়ারি ২০১৯

ট্রাম্পের চিঠি পেয়ে ‘খুশি' কিম

অনলাইন ডেস্ক ॥ দ্বিতীয় দফা বৈঠকের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে চিঠি পেয়ে 'বেজায় খুশি' হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। কেসিএনএ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এ চিঠি পাওয়ার পর কিম জং উন বলেছেন, আমরা বৈঠকের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি ফেব্রুয়ারির শেষ নাগাদ এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউস সফর শেষে দেশে ফিরেছেন কিম জং উনের 'ডান হাত'খ্যাত জেনারেল কিম ইয়ং চোল। সেখানে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। গত বছরের ১২ জুন সিঙ্গাপুরে সান্টোস দ্বীপে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পিয়ংইয়ংয়ের নিরস্ত্রীকরণের বিষয়ে তারা অস্পষ্ট একটি চুক্তি স্বাক্ষর করেন। তবে এ চুক্তির প্রকৃত অর্থ নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ থাকায় এ ক্ষেত্রে কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। চুক্তির পর কয়েকটি পরমাণু কেন্দ্র বন্ধ করার কাজ শুরু করেছে পিয়ংইয়ং। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ফেব্রুয়ারির শেষ নাগাদ দ্বিতীয় দফা বৈঠকের পরিকল্পনা রয়েছে তাদেরও।
×