ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলার মাদুরোর প্রতি সমর্থন এরদোয়ানের

প্রকাশিত: ২২:৪০, ২৪ জানুয়ারি ২০১৯

ভেনেজুয়েলার মাদুরোর প্রতি সমর্থন এরদোয়ানের

অনলাইন ডেস্ক ॥ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ফোন করে তার প্রতি সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিয়েজ তায়িপ এরদোয়ান। ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করার পর এরদোয়ান মাদুরোকে কল দেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের এক মুখপাত্র, খবর বার্তা সংস্থা রয়টার্সের। “আমাদের প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কল করে তার প্রতি তুরস্কের সমর্থন বৃদ্ধির কথা জানিয়েছেন এবং বলেছেন ‘আমার ভাই মাদুরো! গর্ব ও আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াও, আমরাও তোমার পাশে আছি!’,” এক টুইটে বলেছেন মুখপাত্র ইব্রাহিম কালিন। বুধবার নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ বলে ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। এর কিছুক্ষণের মধ্যেই গুইদোকে ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই যুক্তরাষ্ট্রের মতো একই ধরনের বিবৃতি দিয়ে কানাডাও তাকে স্বীকৃতি দেয়। ভেনেজুয়েলার প্রতিবেশী ব্রাজিল ও কলম্বিয়াসহ লাতিন আমেরিকার ডানপন্থী সরকারগুলোও তাদের অনুসরণ করে।
×