ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলায় শিক্ষা সফরের বাসে সন্ত্রাসী হামলা ॥ আহত ১৫

প্রকাশিত: ০০:৩১, ২৪ জানুয়ারি ২০১৯

           ভোলায় শিক্ষা সফরের বাসে সন্ত্রাসী হামলা ॥ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার সরকারি কলেজের শিক্ষা সফরের বাসে হামলা ভাংচুর, নগদ টাকা ও মোবাইল লুটপাট করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মারধরে ঘটনায় আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ ৩ জনকে আটক করেছে। এদিকে সন্ত্রাসীদের হামলায় আহত ১৫ জনের মধ্যে কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌস মিশুর একটি চোখ মারাক্তাক জখম হয়। তার চোখের অবস্থা আশংকা জনক। চোখটি নষ্ট হওয়ারও আশংকা রয়েছে। ভোলা সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞানের চতুর্থ বিভাগের শিক্ষার্থী মো: তামিমসহ একাধিক শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, গত ২২ জানুয়ারি মঙ্গলবার সকালে বাস যোগে ভোলা সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা শিক্ষা সফরে বাসযোগে চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরী উদ্দ্যেশে রওনা হয়। দুপুরের দিকে জ্যাকব টাওয়ার ও শিশুপার্ক পরিদর্শন করে। কিন্তু দক্ষিন আইচা এলাকায় একটি প্রাইভেট কারের চাপায় একটি শিশু নিহত হয়। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করে। ওই ঘটনার পার শিক্ষা সফরের বাসটি বিকালে দক্ষিন আইচা কাছাকাছি আসলে স্থানীয় প্রভাবশালী মিজানের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা লাঠি সোটা নিয়ে বাসটি ভাংচুর করে এবং বাসের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মারধর করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিভাগের প্রথম বর্ষের মিশু আক্তার, রুবিনা, জয়ন্ত সমাদ্দার, আব্দুল্লাহ, নাইমুর রহমান, আশিক, তানিম, শান্ত, সোহাস, আরিফ, আরিফুল ইসলাম, রাবিনা, ফয়সাল, শিক্ষ সাইদুর রহমান ও ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লাসহ অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস মিশুর চোখে গুরুতর আহত হয়। ওই সময় বাসটির চারদিকে ঘেরাউ করে রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে তাদের কাছ থেকে টাকা মোবাইল, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে। পুলিশকে খবর দেয়ার আধাঘন্টা পর ঘটনা স্থলে যায়। পরে পুলিশ ওই বাসটি দক্ষিন আইচা থানায় নিয়ে যায়। ৪ ঘন্টা পর তারা আহতদের নিয়ে ভোলা সদরের উদ্দেশ্যে ফিরে আসে। আহতদের ভোলায় এনে চিকিৎসাদেয়া হয়। এছাড়া গুরুতর আহত ছাত্রী জান্নাতুল ফেরদৌস মিশু ও আবদুল্লাহকে তাৎক্ষনিক বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলছেন, গুরুতর জখম হয়েছে মিশুর বাম চোখে। আজ বৃহস্পতিবার তার অপারেশন সম্পন্ন হয়েছে। ডাক্তার বলেছেন, এক মাস পর বলা যাবে তার চোখ ভাল হবে কি না। এ ঘটনায় কলেজের সামনে শিক্ষার্থীরা ভোলা-চরফ্যাশন আন্ত-মহাসড়কের পাশে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ও জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি প্রদান করেন । সুষ্ঠু বিচার না পেলে আন্দোলন কর্মসূচি দিবে বলেও হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি প্রদান করেন। অপর দিকে এ ঘটনায় দক্ষিন আইচা থানায় ১২ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত করে ভোলা সরকারি কলেজের মৃত্তিকার বিভাগের শিক্ষার্থীরা একটি মামলা দায়ের করেন । ভোলা পুলিশ সুপার মো: মোক্তার হোসেন জনকণ্ঠকে জানান, ভোলা সরকারি কলেজের শিক্ষা সফরের বাসে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ মামলার প্রধান আসামী মিজান (২৫) তার সহযোগী আক্তার (২৩) ও স্বপন (২৪) কে আটক করা হয়। আটকৃতরা চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা থানা এলাকার বাসীন্দা। তাদের কাছ থেকে খোয়া যাওয়া নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
×