ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নুতন নেতৃত্ব বিকাশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসু নির্বাচন হচ্ছে : আমু

প্রকাশিত: ০২:৩৬, ২৪ জানুয়ারি ২০১৯

নুতন নেতৃত্ব বিকাশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসু নির্বাচন হচ্ছে : আমু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন নুতন নেতৃত্ব বিকাশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসু নির্বাচন হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় অনন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায় ছাত্র সংসদের নির্বাচন হবে। বর্তমান সরকার অতিতের পশ্চাত পদনীতি পরিহার করে শিক্ষা এবং শিল্প সাহিত্যের বিশয়গুলোকে তুলে এনে নুতন প্রজন্মের সঙ্গে সম্পৃক্ত করে মানবিক মূল্য বোধ গড়ে তোলার জন্যই নুতন নীতি গ্রহণ করেছে। তিনি বৃহস্পতিবার বিকেল ৪টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মাঠে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত আন্তপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। উপজেলা শিক্ষা অফিসার সালেহা বেগমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো: হামিদুল হক, পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতাহার মিয়া বিশেষ অতিথি ছিলেন। ১৪টি ক্রীড়া প্রতিযোগিতায় ৭টি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৭টি সহ ১৪টি প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে শতাধিক শিশু অংশগ্রহন করেছে।
×