ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মান্দায় জালনোটসহ ব্যাংকে আটক নারীকে নিয়ে দিনভর নাটক

প্রকাশিত: ০২:৩৯, ২৪ জানুয়ারি ২০১৯

মান্দায় জালনোটসহ ব্যাংকে আটক নারীকে নিয়ে দিনভর নাটক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মান্দায় শহিদা বেগম (৪২) নামে এক নারীকে ৪৭ হাজার টাকার জালনোটসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জনতা ব্যাংক লিঃ জোতবাজার শাখায় নোটগুলো জমা দেয়ার সময় তাকে আটক করা হয়। বিষয়টি নিষ্পত্তির নামে দিনভর চলে নানা নাটক। অবশেষে বিকেল ৩টার দিকে ওই নারীকে জোতবাজার বণিক সমবায় সমিতি থেকে হেফাজতে নিয়েছে পুলিশ। পরে ব্যাংক শাখা থেকে ৪৭ হাজার জালনোট উদ্ধার করা হয়েছে। আটককৃত শহিদা বেগম জোতবাজারের চিহ্নিত গাঁজা ব্যবসায়ি খোদাবক্সের স্ত্রী। ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জনতা ব্যাংক জোতবাজার শাখার ব্যবস্থাপক গোলাম সাওয়ার ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে কৌশলে জোতবাজার বণিক সমবায় সমিতিতে পাঠিয়ে দেন। ব্যাংক ব্যবস্থাপকের এ ধরণের আচরনে চরম ক্ষোভ প্রকাশ করেন তারা। ব্যাংক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই নারী তার ছেলে শামীমকে সঙ্গে নিয়ে টাকা জমা দেয়ার জন্য জনতা ব্যাংক জোতবাজার শাখায় যান। জমার রশিদে ২ লাখ টাকা লিখে ক্যাশে জমা দেন ওই নারী। ক্যাশিয়ার টাকাগুলো মেশিনে যাচাইয়ের জন্য দিলে এর মধ্যে ৪৭ হাজার জালনোট ধরা পড়ে। জালনোটের সবগুলো ১ হাজার টাকার নোট বলে জানা গেছে। স্থানীয় একাধিক সুত্র জানায়, বিষয়টি নিষ্পত্তির জন্য ব্যাংকের ব্যবস্থাপক গোলাম সারওয়ার জোতবাজার বণিক সমিতির সভাপতি ফজলুল বারী সাফি ও জোতবাজার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানকে ব্যাংকে ডেকে নেন। ব্যাংক কর্তৃপক্ষ দুপুরের দিকে ওই নারীকে বণিক সমিতির সভাপতি ফজলুল বারী সাফির জিম্মায় দেন। এ প্রসঙ্গে ব্যাংক ব্যবস্থাপক গোলাম সারওয়ার বলেন, বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য উদ্যোগ নেয়া হয়েছিল। পরে পুলিশের নিকট ওই নারীকে সোপর্দ করা হয়েছে। বণিক সমিতির সভাপতি ফজলুল বারী সাফি জানান, ব্যাংক ব্যবস্থাপকের অনুরোধে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেছিলাম। মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, সংবাদ পেয়ে জোতবাজার বণিক সমিতি থেকে শহিদা বেগমকে গ্রেফতার ও ব্যাংক থেকে জালনোটগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
×