ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় জনপ্রিয় হয়ে উঠেছে তুলা চাষ ॥ লাভবান হচ্ছে কৃষক

প্রকাশিত: ২৩:৫৯, ২ ফেব্রুয়ারি ২০১৯

মাগুরায় জনপ্রিয় হয়ে  উঠেছে  তুলা চাষ ॥  লাভবান হচ্ছে কৃষক

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় তুলা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। তুলাচাষ করে লাভবান হচ্ছে কৃষক। যে কারনে মাগুরার অনেক কৃষকই গতানুগতিক চাষ থেকে বের হয়ে তুলার চাষ করে সফল হয়েছে। বর্তমানে প্রতিমন তুলা ২৫শত টাকা দরে বিক্রি হচ্ছে সে কারনে কৃষকদের কাছে তুলাচাষ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে জমি থেকে পাকা তুলা উত্তোলন করা হচ্ছে। জানাগেছে , মাগুরায় তুলাচাষ জনপ্রিয় হয়ে উঠছে। অন্য ফসলের দাম কম হলেও তুলার মূল্য ভালো। মাগুরা কটন ইউনিট অফিস সুত্রে জানাযায় , এবছর জেলায় ৫শত হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন একশত মন। শ্রাবন মাসে জমিতে তুলা চারা অথবা বীজ বপন করা হয়। মাঘ মাস থেকে পাকা তুলা তোলা যায়। তুলা ৭ মাসের ফসল। তুলা চাষে কৃষকদের তুলা উন্নয়ন বোর্ড থেকে প্রয়োজনীয় সহযোগীতা করা হয় । ৩৩ শতকের এক বিঘা জমিতে ১৪/১৫মন তুলা উৎপন্ন হয় । প্রতিমন তুলার দাম ২৫০০ টাকা । তুলা চাষে খরচ কম বলে কৃষকরা ভালো লাভবান হচ্ছেন। বর্তমানে জেলায় পাকা তুলা জমি থেকে উত্তোলন চলছে। পুরুষ ও মহিলারা পাকাতুলা গাছ থেকে উত্তোলন করছেন।ফলে বহু লোকের মৌসুমী কর্মসংস্থান হয়েছে তবে কৃষকরা তুলার দাম কিছুটা বৃদ্ধির জন্য সরকারের দাবী জানিয়েছেন। এছাড়া তুলা গাছ জ্বালানী হিসাবে ব্যবহত হয় । মাগুরার উৎপন্ন তুলার মান বেশ ভালো । বরিশাট গ্রামের সরজিত কুমার সাহা জানান, তিনি সাড়ে ৪ বিঘা জমিতে তুলা চাষ করেছেন। তুলাচাষ বেশ লাভজনক । তুলা উন্নয়ন বোর্ডের শ্রীপুর কটন ইউনিট অফিসার মহানন্দ সমাদ্দার জানান , মাগুরায় তুলা চাষ সম্প্রসারিত হচ্ছে । এটা লাভজনক ফসল বলে তুলা চাষ সম্প্রসারিত হচ্ছে । তুলা উন্নয়ন বোর্ড থেকে তারা কৃষকদের প্রয়োজনীয় সার বিজ , স্প্রে মেশিন দিয়ে সহযোগীতা করছেন । দিয়েছেন পরামর্শ । তবে সরকার উৎপন্ন তুলার দাম কিছুটা বাড়ালে কৃষকরা আরো লাভবান হ্েব।
×