ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘রাত্রির যাত্রী’ মুক্তি পাচ্ছে ১৫ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১২:০০, ৭ ফেব্রুয়ারি ২০১৯

‘রাত্রির যাত্রী’ মুক্তি পাচ্ছে ১৫ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে হাবিবুল ইসলাম হাবিবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’। ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের শুরু থেকেই এর পাশে ছিল সোশ্যাল মিডিয়ার উদ্যমী একদল চলচ্চিত্রপ্রেমী। তারা দেশে-বিদেশে নানাভাবে এ চলচ্চিত্রের বিষিয়ে বিভিন্নভাবে প্রচার করে গেছে। একদম শূটিংয়ের শুরু থেকেই। পর্যায়ক্রমে এ চলচ্চিত্রের প্রচারে যুক্ত হয়েছেন বিভিন্ন পেশার মানুষ। এ প্রচার উদ্বুদ্ধ করেছে অন্য চলচ্চিত্রকেও। অনেকেই সোশ্যাল মিডিয়াকে প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ‘রাত্রির যাত্রী’র অনুপ্রেরণায়। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব মনে করেন সারাদেশে ইতোমধ্যে সাড়া ফেলেছে ‘রাত্রির যাত্রী’। অনেকদিন পর সবার প্রিয় মৌসুমীকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে যা আমাদের চলচ্চিত্রের জন্য ইতিবাচক, এমনটাই জানান নির্মাতা। তিনি সহযাত্রী বন্ধুদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, তাদের প্রচারে চলচ্চিত্রটি নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে বলে জানান তিনি। ভিন্নধর্মী এ চলচ্চিত্র দেখার জন্য নির্মাতা নিয়মিত দেশের বাইরে থেকেও অনুরোধ পাচ্ছেন। তিনি জানান, দেশের বাইরে চলচ্চিত্রটি প্রদর্শনের ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘রাত্রির যাত্রী’ অংশ নেবে। কমলাপুর রেলস্টেশনে শূটিংয়ের মাধ্যমে ‘রাত্রির যাত্রী’ যাত্রা শুরু করে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রস্তুত। চলচ্চিত্রটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস ফেব্রুয়ারির ১৫ তারিখে সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, শহিদুল আলম সাচ্চু, রেবেকা রউফ, সম্রাট, চিকন আলীসহ আরও অনেকে। ইতোমধ্যে চলচ্চিত্রের ট্রেলার মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েছে একটি আইটেম গান, যেখানে অংশ নিয়েছেন নায়লা নাইম। প্রসঙ্গত, দেশে চলচ্চিত্রের সঙ্কট চলছে। একে একে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে, মানসম্মত চলচ্চিত্র নির্মাণ কমে যাচ্ছে। এমন অবস্থায় নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব ৩০০টি আসনে ৩০০টি সিনেপ্লেক্স নির্মাণের দাবি নিয়ে এসেছেন। তিনি বেশ কিছুদিন ধরে সোশাল মিডিয়ায় এ বিষয়ে লিখছেন, তার আশপাশের মানুষজনের কাছে নিজের ভাবনা তুলে ধরছেন। তিনি গড়ে তুলেছেন ‘বাংলাদেশ ফিল্ম এ্যান্ড মিডিয়া সোসাইটি’। চলচ্চিত্রসহ মিডিয়ার বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করার প্রয়াসে গঠিত এ সংগঠনের প্রথম পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠাতা সভাপতি পরিচালক হাবিব এ দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী বরাবর। গত ২০ জানুয়ারি তিনি এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরে। তিনি আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্রবান্ধব এ উদ্যোগে সাড়া দিয়ে সরকারের উন্নয়নের ধারা চলচ্চিত্র অঙ্গনেও অব্যাহত রাখবেন।
×