ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোদীকে ফের ‘চোর’ বলে আক্রমণ করলেন রাহুল গান্ধী

প্রকাশিত: ০১:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০১৯

  মোদীকে ফের ‘চোর’ বলে আক্রমণ করলেন রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক ॥ রাফাল চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীকে ফের ‘চোর’ বলে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । তাঁর অভিযোগ, মোদী ৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন এবং সেই টাকা তিনি অনিল অম্বানিকে দিয়েছেন। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ ভাবেই মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল। রাফাল নিয়ে সংসদের ভিতরে-বাইরে প্রথম থেকেই সুর চড়িয়েছেন কংগ্রেস সভাপতি। প্রথম থেকেই তিনি দাবি করে আসছেন, রাফালে অভিযুক্ত মোদী। এ দিনও তার ব্যতিক্রম হয়নি। রাফাল চুক্তি নিয়ে তৎকালীন প্রতিরক্ষা সচিব জি মোহন একটি রিপোর্ট প্রকাশ্য আসায় সেটাকেই হাতিয়ার করে সাংবাদিক সম্মেলন করে মোদী আক্রমণ করেন রাহুল। ‘দ্য হিন্দু’তে প্রকাশিত সেই রিপোর্ট হাতে নিয়ে রাহুল বলেন, “অনিল অম্বানির কথা ভেবেই রাফাল নিয়ে আলাদা ভাবে তদন্ত চালিয়েছিলেন মোদী।” তাঁর অভিযোগ, যে ৩০ হাজার কোটি টাকা হ্যাল-এর প্রাপ্য মোদী সেটা দিয়েছেন তাঁর বন্ধু অনিল অম্বানিকে। প্রতিরক্ষা সচিবের ওই রিপোর্ট উদ্ধৃত করে রাহুলের মন্তব্য, “প্রধানমন্ত্রীর দফতর রাফাল নিয়ে আলাদা ভাবে দরাদরি করেছিল। এটা ক্যাম্য নয়। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে প্রতিরক্ষা সচিব প্রতিবাদ জানিয়েছিলেন।” যে কথা তিনি এক বছর ধরে বার বার বলে আসছিলেন যে রাফালে অভিযুক্ত মোদী, এই রিপোর্ট প্রকাশ্যে আশার পর তা জলের মতো স্পষ্ট হল বলেই জানান রাহুল। পাশাপাশি তাঁর অভিযোগ, মোদী রাফাল নিয়ে আদালতেও মিথ্যা কথা বলেছেন। এর পরেই রাহুল মোদীকে কটাক্ষ করে বলেন, “এর থেকেই প্রমাণ হল উনি একসঙ্গে চোর ও চৌকিদার।” রাহুলের প্রশ্ন, “ রাফাল নিয়ে কার জন্য এমন সমান্তরাল আলোচনা চালিয়েছিলেন মোদী? আমার, আপনার জন্য নয়। তিনি অনিল অম্বানির জন্যই এ কাজ করছিলেন।” সংবাদমধ্যমে প্রতাশিত রাফালের রিপোর্ট নিয়ে কংগ্রেস হইচই করলেও তত্কালীন প্রতিরক্ষা সচিব জি মোহন কিন্তু এ দিন অন্য কথা বলেন। সংবাদ সংস্থা এনএনআই-এর কাছে তাঁর দাবি, সংবাদমাধ্যমের রিপোর্টের সঙ্গে রাফাল দামের কোনও সম্পর্ক নেই। অন্য দিকে, রাহুলের এই অভিযোগকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে কেন্দ্র এবং অনিল অম্বানি। বিজেপির পাল্টা অভিযোগ, কংগ্রেস এ ধরনের মিথ্যা প্রচার চালিয়ে দেশবাসীর মধ্যে একটা ভ্রম তৈরি করছে। এ দিন লোকসভায় রাফাল প্রসঙ্গ উঠতেই তুমুল হইচই শুরু করে দেয় বিরোধীরা। দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদ। বৃহস্পতিবারই রাফাল নিয়ে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেছিলেন মোদী। তিনি বলেন, “অবাক হচ্ছি, এত আত্মবিশ্বাসের সঙ্গে কী ভাবে ওরা মিথ্যা কথা বলছে। তার পরে বুঝলাম, তারা যত দিন ক্ষমতায় ছিল সেই জমানায় সত্ ভাবে একটাও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি হয়নি। বিভিন্ন সময়ে ‘মামা’, ‘কাকা’রা প্রভাব বিস্তার করেছে চারপাশ থেকে।” সূত্র : আনন্দবাজার পত্রিকা
×