ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে তিস্তা নদীর পানিবন্টন নিয়ে আলোচনা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৯

 ভারতের সঙ্গে তিস্তা নদীর পানিবন্টন নিয়ে আলোচনা হয়েছে  : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত সফর সফল হয়েছে। সেখানে খুব আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। শনিবার (০৯ ফেব্রুয়ারি) দিল্লি সফর শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর এটাই প্রথম বিদেশ সফর ছিল ড. এ কে আব্দুল মোমেনের। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক হয়েছে। সে সব বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের সঙ্গে তিস্তা নদীর পানিবন্টন নিয়ে আলোচনা হয়েছে। আমরা শুধু তিস্তা নয়, ৫৪টি অভিন্ন নদীর পানিবন্টন সমস্যার সমাধান চাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহায়তা চেয়েছি। আমরা চাই রোহিঙ্গারা তাড়াতাড়ি নিজ দেশে ফিরে যাক। দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন- জেসিসি বৈঠকে যোগ দিতে বুধবার (৬ ফেব্রুয়ারি) দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ড. মোমেন।
×