ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাশিয়ার দ্বীপে মেরু ভাল্লুকের উৎপাতে ‘জরুরি অবস্থা’ জারি

প্রকাশিত: ২৩:২৫, ১০ ফেব্রুয়ারি ২০১৯

রাশিয়ার দ্বীপে মেরু ভাল্লুকের উৎপাতে ‘জরুরি অবস্থা’ জারি

অনলাইন ডেস্ক ॥ কয়েক ডজন আক্রমণাত্মক মেরু ভাল্লুকের উৎপাতে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে রাশিয়ার একটি দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই মেরু ভাল্লুকগুলো দেশটির আর্কটিক অঞ্চলভুক্ত দ্বীপপুঞ্জ নোভায়া জিমলিয়ার বাড়িঘরে ও সরকারি দপ্তর ভবনগুলোতে উৎপাত শুরু করায় শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, মেরু ভাল্লুকরা জনবসতি এলাকায় ব্যাপক উৎপাত চালাচ্ছে। এ উৎপাত সামাল দেওয়ার জন্য প্রায় তিন হাজার বাসিন্দার দ্বীপপুঞ্জটির কর্তৃপক্ষ সাহায্যের আবেদন জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার কর্তৃপক্ষ ভাল্লুকদের গুলি করার অনুমতি দেয়নি। পরিস্থিতি পর্যালোচনার জন্য তারা নোভায়া জিমলিয়ায় একটি কমিশন পাঠাবে। তবে পর্যালোচনার পর নির্বাচিত ভালুকদের গুলি করার বিষয়টি বিবেচনায় রেখেছে। বৈশ্বিক উষ্ণতার কারণে আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলতে থাকায় মেরু ভাল্লুকরা স্থলে বেশি সময় কাটাতে বাধ্য হচ্ছে। এখানে খাবারের জন্য নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও করতে হচ্ছে তাদের। তাদের বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করে শিকার নিষিদ্ধ করেছে রাশিয়া। মেরু ভাল্লুকরা আড্ডা গাড়ায় নোভায়া জিমলিয়ায় সামরিক বাহিনীর অব্যবহৃত কয়েকশ ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানুয়ারিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন।
×