ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সব প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল তৈরি করা হোক ॥ #মিটু বাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৩, ১০ ফেব্রুয়ারি ২০১৯

সব প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল তৈরি করা হোক ॥ #মিটু বাংলাদেশ

অনলাইন রিপোর্টার ॥ কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল করার দাবি জানিয়েছে একটি সংগঠন। ‘#মিটু বাংলাদেশ’ নামে নতুন এই সংগঠনটি রবিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায়। যৌন নিপীড়ন প্রতিরোধে ২০১০ সালে উচ্চ আদালত দেওয়া নির্দেশনার কথা উল্লেখ করে #মিটু বাংলাদেশের সংগঠক সাংবাদিক সাজেদা হক বলেন, আইনটি এমনিতেই আছে। এখন কেবল কার্যকর করা বাকি। আমরা অনুরোধ করব, প্রচলিত আইন মেনে প্রতিটি গণমাধ্যমসহ সব পেশা ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল তৈরি করা হোক। তিনি বলেন, সব ধরনের নিপীড়ন বন্ধে আমাদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই। যৌন নিপীড়ক এবং তাদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলে এমন ধরনের অপরাধ কমে আসবে। প্রতিষ্ঠান যৌন নিপীড়নকে সমর্থন না করলে কত দ্রুত এ নিয়ে ব্যবস্থা নেয়া সম্ভব হয়, তার দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ। উন্নয়নকর্মী মুশফিকা লাইজু এ সময় বলেন, আমাদের দেশে আইন আছে, কিন্তু এর প্রয়োগ নেই। তাই আমরা অনুরোধ করবো নারীদের নিরাপত্তার স্বার্থে এই সেল গঠন এখন সময়ের দাবি। সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. তাজুল ইসলাম, একুশে টেলিভিশনের সাংবাদিক মিনালা দিবা, সাংবাদিক নুসরাত জাহান বক্তব্য দেন।
×