ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ০৪:৫১, ১০ ফেব্রুয়ারি ২০১৯

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আজ রবিবার সকালে ঈশ্বরদীর রুপপুর মোড়ে প্রতিবাদ সমাবেশ, মানব বন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা ও প্রতিবাদী নেতা মোস্তাফিজুর রহমান সেলিমকে নিজ বাড়িতে গুলি করে হত্যার প্রতিবাদে এবং আসামি গ্রেফতার ও ফাঁসির দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়। ঘন্টাকাল ব্যাপি কর্মসূচি চলাকালে রুপপুর মোড়ের সকল ব্যবসায়ীরা প্রতিবাদ স্বরুপ দোকান বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন। শোকার্ত সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত এসব কর্মসূচিতে বক্তব্য দেন, আওয়ামী লীগনেতা হাবিবুল ইসলাম, গোলাম মোস্তফা চান্না, আব্দুল খালেক, মহিদুল ইসলাম, স্ইাফুজ্জামান পিন্টু, সুলতান বিশ্বাস, জহুরুল মালিথা, মোস্তাফিজুর রহমান ছবি জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম রবি ও ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকীসহ অন্যরা। বক্তারা বলেন,একটি চিন্হিত চক্র পরিকল্পিতভাবে মোস্তাফিজুর রহমান সেলিমকে হত্যা করেছে। ঐ চক্রটি এর আগেও ধারাবাহিকভাবে তিন ছাত্র ও যুবনেতাকে হত্যা করেছে। এ পর্যন্ত কোন হত্যার আসামি গ্রেফতার ও বিচার হয়নি একটি প্রভাবশালী চক্রের অসহযোগিতার কারণে। বক্তারা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার বিচার না হলে হাজার হাজার মহিলা দিয়ে মহাসড়ক অবরোধ ও বিবিসি বাজারে কোন প্রকার পণ্য বিক্রি না করার ঘোষনা দিয়ে আরও বলেন,দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে গোটা ঈশ্বরদীকে স্তব্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য, গত বুধবার ৬ ফেব্রুয়ারি রাত নয়টায় নলগাড়িস্থ নিজ বাড়িতে বন্দুক ধারী সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা সেলিমকে গুলি করে হত্যা করে। এর পর থেকে রুপপুর এলাকায় শোক পতাকা উত্তোলন ও প্রত্যেক মানুষ কালোব্যাজ ধারণ করে প্রতিবাদ অব্যাহত রেখেছেন।
×