ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিইউবিটি ও ইইউতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ

প্রকাশিত: ০৯:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০১৯

 বিইউবিটি ও ইইউতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ

ইস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারের নবীনবরণ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং স্থানীয় এমপি ডাঃ মোঃ এনামুর রহমান। সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুরে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাশার খান। এ সময় সম্মাননা স্মারক হিসেবে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। বিইউবিটি ॥ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) শনিবার রূপনগরের স্থায়ী ক্যাম্পাসের হলরুমে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত বিএসসি ইন সিএসই, ট্রিপল-ই, এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণে বিইউবিটি ট্রাস্ট চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিইউবিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ আবু সালেহ সভাপতির বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন প্রফেসর মিঞা লুৎফার রহমান এবং প্রফেসর ড. মোহাম্মদ রুবাইয়াৎ চৌধুরী। একইদিন সকালে অনুষ্ঠিত হয় বিবিএ, বি. এ ইন ইংলিশ, এলএল.বি. এবং বিএসসি ইন ইকোনমিকস বিভাগের নবীনবরণ। এতে বিইউবিটি ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এ এফ এম সারওয়ার কামাল প্রধান অতিথি ছিলেন। -বিজ্ঞপ্তি
×