ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওয়াজ শরিফের আবেদন খারিজ

প্রকাশিত: ২৩:৫১, ১১ ফেব্রুয়ারি ২০১৯

নওয়াজ শরিফের আবেদন খারিজ

অনলাইন ডেস্ক ॥ নো-ফ্লাই লিস্ট থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম বাদ দিতে অস্বীকার করল দেশটির সরকার। গত শনিবার সরকারিভাবে এ কথা জানানো হয়েছে। এই তালিকাভুক্ত ব্যক্তিদের দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নো-ফ্লাই লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছিলেন নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়াম শরিফ এবং জামাই ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) সফদর। তবে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রালয় তাদের এই আবেদন খারিজ করে দিয়েছে। ২০১০ সালের এক্সিট ফ্রম পাকিস্তান রুলের ২ ধারা তাদের ওপরে বর্তায় না বলে এই ৩ জন দাবি করেছিলেন। গত ৯ ফেব্রুয়ারি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রালয় তাদের এই আবেদন খারিজ করে দেয়। উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়াম শরিফ এবং জামাই ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) সফদরকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের একটি আদালত।
×