ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে দু’দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে নিহত ১

প্রকাশিত: ০১:০৫, ১১ ফেব্রুয়ারি ২০১৯

রাজশাহীতে দু’দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে নিহত ১

অনলাইন রিপোর্টার ॥ রাজশাহীর চারঘাটে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে ফজলুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে তখনই ঘটনাস্থলে যায় চারঘাট মডেল থানা পুলিশ। কিন্তু গোলাগুলি চলায় অন্ধকারে পালাতে গিয়ে থানার ওসিসহ ৫ সদস্য আহত হন। রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার রাউথা ঘোষপাড়া এলাকার একটি আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ওই এলাকার আবদুল ওহাব মুন্সির ছেলে। পুলিশ বলছে, নিহত ফজলুল হক মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় ১০টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। ঘটনার পর ওই এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন এবং ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান বলেন, ময়নাতদন্তের জন্য সোমবার সকালে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় হত্যা, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়েছে। তিনি আরও বলেন, গভীর রাতে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল মাদক ব্যবসায়ী সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। এ সময় মাদক ব্যবসায়ীরা গোলাগুলি শুরু করে। হুড়োহুড়ি করতে গিয়ে অন্ধকারে পড়ে ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে পুলিশ। মাদক ব্যবসায়ীরা সরে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ ফজলুল হকের নিথর দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেয়ার কথা জানান আবদুর রাজ্জাক।
×