ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটুয়াখালী পৌরসভার ভারপ্রাপ্ত হিসাব রক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০২:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০১৯

পটুয়াখালী পৌরসভার ভারপ্রাপ্ত হিসাব রক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব সংবাদদাতা,পটুয়াখালী ॥ পটুয়াখালী পৌরসভার ভারপ্রাপ্ত হিসাব রক্ষক এসএম শাহিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ সোমবার বেলা ১১ টায় পটুয়াখালী সদর থানায় মামলাটি দায়ের করেন দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মোঃ আরিফ হোসেন। মামলা নং-২০, তারিখ ঃ ১১-০২-১৯। মামলায় এসএম শাহিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৩’শ পঞ্চাশ টার অভিযোগ করে দুদক। অভিযোগে এসএম শাহিন ও তার স্ত্রী’র নামে পটুয়াখালীর বাড়ীসহ স্থাবর অস্থাবর সম্পত্ত্বি জ্ঞাত আয় বর্হিভূত হওয়ায় আজ এ মামলা দায়ের করে দুদক। জানা যায়, অভিযোগে এসএম শাহিন ও তার স্ত্রী’র নামে জ্ঞাত আয় বহিভূত সম্পদ থাকার প্রেক্ষিতে দুদক তাকে নোটিশ করে। এর পেক্ষিতে গত বছরের ১১ ডিসেম্বর এসএম শাহিন তার সম্পদ বিবরণী দুদকে জমা দেয়। পরে দুদকের অনুসন্ধানে তার দাখিলকৃত সম্পদ বিবরণী মিথ্যা ও ভিত্তিহীন প্রমানীত হয়। এ ব্যাপারে শাহিনের সাথে যোগযোগ করে তাকে পাওয়া যায় নি। মামলা দায়েরের পর বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা যায় এসএম শাহিনের সম্পদের পরিমান আরো কয়েকগুন বেশি হবে। এ ছাড়া তার এ দূর্নীতির সাথে অনেক রাঘব বোয়ালরাও জড়িত। যা অনুসন্ধানে বেরিয়ে আসতে পারে।
×