ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অরিত্রীর আত্মহত্যা ॥ মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে

প্রকাশিত: ০৪:১০, ১১ ফেব্রুয়ারি ২০১৯

অরিত্রীর আত্মহত্যা ॥ মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে আগামী ১৮ মার্চ ধার্য করেছে আদালত। সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেনি । এ জন্য ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের এসআই জালাল আহমেদ জানিয়েছেন। অরিত্রীর আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে গত ৪ ডিসেম্বর রাতে দণ্ডবিধির ৩০৫ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান শিক্ষক জিন্নাত আরা ও শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে আসামি করা হয়। মামলা দায়েরের পরদিন শিক্ষক হাসনা হেনাকে গ্রেফতার করে পুলিশ। ৯ ডিসেম্বর জামিন পান হাসনা হেনা। গত ৩ ডিসেম্বর শান্তিনগরে নিজের বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী। তার আগের দিন পরীক্ষায় নকল করার অভিযোগে তাকে পরীক্ষা হল থেকে বের করে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ।
×