ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদককে বিরেুদ্ধে জিরো টলারেন্স : পুলিশ সুপার মামুন

প্রকাশিত: ০৫:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০১৯

মাদককে বিরেুদ্ধে জিরো টলারেন্স :  পুলিশ সুপার মামুন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছেন নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। এজন্য প্রতিটি উপজেলায় একটি করে বিশেষ বাহিনী তৈরী করে মাদক বিরোধী অভিযানে নামার ঘোষনাও দিয়েছেন তিনি। যারা মাদক ছেড়ে ভাল পথে আসতে চায়, তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে সহায়তা করা হবে। এমন কি পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি সোমবার দুপুরে নাটোর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মাদক বিরোধী এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি জানান, নাটোরে এক বছরে সাড়ে কোটি টাকার মাদক জব্দ এবং ২হাজার ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকমারাম হোসেন, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
×