ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে প্রথম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:২১, ১১ ফেব্রুয়ারি ২০১৯

মাদারীপুরে প্রথম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গাজীরচর গ্রাম থেকে সোমবার দুপুরে রাবেয়া (৮) নামের প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। পরিবারের দাবি স্কুল ছাত্রীকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া ইউনিয়নের গাজীরচর গ্রামের বাবুল মিয়া ছোট মেয়ে রাবেয়া মায়ের সাথে বাড়িতে থাকতো। সোমবার সকালে রাবেয়াকে বাড়িতে রেখে মা অন্যত্র চলে যায়। দুপুরে বাড়ি ফিরে ঘরের পাশে আম গাছের সাথে রাবেয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। রাবেয়া কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিল। স্কুল ছাত্রীর মামী মুকলী বেগম বলেন, ‘মাকে নিয়ে নিজ বাড়িতে থাকতো রাবেয়া। আমার মনে হয় ঘরের সামনের কালাই ক্ষ্যাতে ছেই (মটরশুটি) তুলতি গেলে ক্ষ্যাতের মালিক ওরে মাইরা গাছের সাথে ঝুলাইয়া রাখছে। ক্ষেতের থেকে বাড়িতে আনার পথে ছেই পড়া ছিল। যে গাছের সাথে ঝুলাইয়া রাখছে সেখানেও ছেই পড়া ছিল এবং রাবেয়ার গায়ের জামার সাথে ছেই ছিল।’ মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে গেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা। হত্যা হলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।’
×