ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তরা -মতিঝিল পর্যন্ত মেট্রোরেল ২০২২ সালের মধ্যে : জাইকা

প্রকাশিত: ০৮:১৭, ১১ ফেব্রুয়ারি ২০১৯

উত্তরা -মতিঝিল পর্যন্ত মেট্রোরেল ২০২২ সালের মধ্যে : জাইকা

অনলাইন রিপোর্টার ॥ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল (এমআরটি-৬ প্রকল্প) ২০২২ সালের মধ্যে চালু হবে বলে জানিয়েছে জাপানের দাতা সংস্থা জাইকা। আজ সোমবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি হিতোশি হিরাতা। সৌজন্য সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, জাইকা জানিয়েছে হলি আর্টিজান ট্রাজেডির পর কিছু সময় বিলম্ব হলেও, এখন মেট্রোরেলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মন্ত্রী বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল এ বছরের শেষ দিকে চালু হওয়ার কথা রয়েছে। তবে মতিঝিল পর্যন্ত পুরো এমআরটি-৬ এর কাজ শেষ হতে ২০২২ পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে জাইকা। এছাড়া উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে, বাংলাদেশে জাইকা সহযোগিতা আরো বাড়াতে চায় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
×