ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ভুয়া পরীক্ষার্থী আটক

প্রকাশিত: ০৯:১৮, ১১ ফেব্রুয়ারি ২০১৯

ঠাকুরগাঁওয়ে ভুয়া পরীক্ষার্থী আটক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এসএসসি ও সমমানের ইংরেজি বিষয়ে পরীক্ষা চলাকালে রুস্তম আলী (১৮) নামে ভুয়া এক পরীক্ষার্থী আটক হয়েছে। সোমবার উপজেলার সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে তাকে পরীক্ষা চলার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরীক্ষা কেন্দ্র সচিব ফজলে রাব্বী মোঃ নুরুল ইসলাম জানান, আটককৃত ভুয়া পরীক্ষার্থী রুস্তম আলী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে। সে দুর্গাপুর দাখিল মাদরাসার ছাত্র আব্দুল জব্বারের ছেলে সুজন আলীর পরিবর্তে মাদরাসা বোর্ডের অধীনে ইংরেজী পরীক্ষা দিচ্ছিল। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ বলেন, ভুয়া পরীক্ষার্থীকে আটক করে থানায় দেওয়া হয়েছে এবং দুর্গাপুর মাদরাসার ছাত্র সুজন আলীকে দু’বছরের জন্য বহিস্কার করা হয়েছে। চলতি বছর বালিয়াডাঙ্গী উপজেলায় চারটি পরীক্ষা কেন্দ্রে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে এক হাজার সাতশ’ ৫৬ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের চারশ’ ৬৬ জন এবং কারিগরী শিক্ষাবোর্ডের ৬১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
×