ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

‘ত্রাণ আটকানো মানবতার বিরুদ্ধে অপরাধ’

প্রকাশিত: ০৯:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০১৯

‘ত্রাণ আটকানো মানবতার বিরুদ্ধে অপরাধ’

ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়েইদো (৩৫) রবিবার সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছেন যে, মানবিক ত্রাণ সহায়তাকে দেশে প্রবেশ করতে না দিয়ে তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন। আন্তর্জাতিক ত্রাণ নিয়ে গুয়েইদো ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে চলা টানাপোড়েনকে কেন্দ্র করে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন বিরোধী নেতা। সেনাবাহিনীকে দেশটির রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে দেখা হয়। কলম্বিয়ার কুকুটা সীমান্তে তিনদিন ধরে যুক্তরাষ্ট্রের পাঠানো ওষুধ ও খাবার আটকে রয়েছে। ভেনিজুয়েলার সৈন্যরা দেশ দুটিকে সংযুক্তকারী একটি সেতু বন্ধ করে রেখেছে। ভেনিজুয়েলার দিকে সীমান্তে অনেক ডাক্তার রবিবার থেকে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি ত্রাণ দেশে প্রবেশ করতে দেয়া হোক। বিক্ষোভে অংশ নেয়া সার্জন জোস লুইস মাটিয়াস ডি লা রিভা অভিযোগ করেন, মাদুরো ভেনিজুয়েলার ওষুধের সঙ্কটকে আরও বাড়িয়ে তুলছেন। তিনি দেশকে মধ্যযুগে নিয়ে যাচ্ছেন। রবিবার গুয়েইদো এক বিক্ষোভে যোগ দিয়ে সমাবেশে দেয়া বক্তব্যে বলেন, ত্রাণ প্রবেশ করতে না দেয়া মানবতার বিরুদ্ধে অপরাধ। -এএফপি
×