ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধানের আকস্মিক আফগানিস্তান সফর

প্রকাশিত: ০৯:৫০, ১২ ফেব্রুয়ারি ২০১৯

পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধানের আকস্মিক আফগানিস্তান সফর

পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রিক শানাহান আকস্মিক এক সফরে সোমবার আফগানিস্তানে গেছেন। তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র কাবুল সরকারের সমর্থন চাওয়ার পর তিনি এ সফরে এলেন। খবর এএফপির। শানাহান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠক করবেন। গত মাসে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে অনুষ্ঠিত গুরুতপূর্ণ আলোচনায় অংশ নেয়নি তার সরকার। আলোচকরা এতে ১৭ বছরের সংঘাতের অবসান ঘটতে পারে বলে আশা করছেন। আগামী জুলাই মাসে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এর আগেই চুক্তির একটি উপায় খুঁজে পাওয়া যাবে বলে আশা করছেন এ আলোচনায় নেতৃত্ব দেয়া মার্কিন কূটনীতিক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে মোতায়েন আমেরিকান সৈন্য প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন।
×