ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মঙ্গলে যাচ্ছে বিশাল রোভার

প্রকাশিত: ০৯:৫০, ১২ ফেব্রুয়ারি ২০১৯

মঙ্গলে যাচ্ছে বিশাল রোভার

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) মঙ্গল গ্রহে এ যাবতকালের সবচেয়ে বড় রোভার রোজালিন ফ্রাঙ্কলিন পাঠাচ্ছে। ইএসএ ও রাশিয়ান স্পেস এজেন্সি যৌথভাবে পাঠাচ্ছে এটি। মঙ্গলে ঘুরে বেড়ানোর পাশাপাশি মাটি খুঁড়ে সেখানকার উপাদান সংগ্রহ করবে রোভার। সেই সব উপাদান বিশ্লেষণ করে জানা যাবে সেখানকার মাটির নিচে প্রাণের উপাদানের অস্তিত্ব এখনও রয়েছে কি না বা কোন কালে ছিল কি না -দ্য ভার্জ অবিক্রীত হিটলারের আঁকা ছবি জার্মানির নুরেমবার্গের ওয়েইডলের নিলাম প্রতিষ্ঠান নাৎসি নেতা এ্যাডলফ হিটলারের আঁকা পাঁচটি ছবির সবই অবিক্রীত থেকে গেছে। আশা করা হচ্ছিল অন্তত ৪৫ হাজার ইউরোতে ছবিগুলো বিক্রি হবে। নিলামে হিটলারের ব্যবহার করা আরও কিছু ব্যক্তিগত জিনিসও তোলা হয়েছিল, সেগুলোর একটিও বিক্রি হয়নি। এর মধ্যে ছিল নাৎসি প্রতীক স্বস্তিকা চিহ্ন সম্বলিত বেতের হাতলওয়ালা একটি চেয়ার। দাবি করা হয়েছে, হিটলার সেটি ব্যবহার করতেন -গার্ডিয়ান
×