ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রাখাইনের গ্রামে মিয়ানমার সেনাদের মর্টারশেল নিক্ষেপ

প্রকাশিত: ১১:০৩, ১২ ফেব্রুয়ারি ২০১৯

রাখাইনের গ্রামে মিয়ানমার সেনাদের মর্টারশেল নিক্ষেপ

জনকণ্ঠ ডেস্ক ॥ রাখাইনের বিভিন্ন গ্রামে মর্টারশেল নিক্ষেপ, বেসামরিক নাগরিকদের আটক ও খাবার সরবরাহ আটকে দিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। রাখাইনভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর থেকেই এসব তৎপরতা চালাচ্ছে সেনা সদস্যরা। এসব সেনা ইউনিটের কয়েকটি রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নেও অংশগ্রহণ করেছিল। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেছে। -খবর ওয়েবসাইটের। মানবাধিকার সংগঠনটিকে গ্রামবাসী ও স্থানীয় এ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, বাড়িঘর লক্ষ্য করে মর্টারশেল নিক্ষেপ করা হচ্ছে। গোলা নিক্ষেপের স্থানীয়রা পরিত্যক্ত বাড়ি ঘরে মূল্যবান সামগ্রী লুট করতে আসে এবং ধ্বংস করে যাচ্ছে। ৪ জানুয়ারি ফাঁড়িতে আরাকান আর্মির হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হওয়ার পর রাখাইনে সামরিক অভিযান জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। জাতিসংঘের তথ্য অনুসারে, অভিযান শুরুর পর সংঘাত কবলিত এলাকা থেকে ৫২০০ জনের বেশি মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন। কয়েক শ’ মানুষ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী বাংলাদেশে।
×