ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের মনোনয়নপত্র জমা

প্রকাশিত: ১১:০৫, ১২ ফেব্রুয়ারি ২০১৯

সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার ॥ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য ৫০ আসনের মধ্যে মোট ৪৯ জনের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর পক্ষ থেকে সোমবার জমার শেষ দিনে প্রার্থীরা উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। তবে বিএনপির সদস্যদের কেউ শপথ না নেয়ায় ১টি আসনের নির্বাচন স্থগিত রেখেছে ইসি। নির্ধারিত সময়ের মধ্যে তারা শপথ নিলে বাকি ১টি আসনে নির্বাচনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। ৪৯ আসনের নারী সদসদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে ৪৩ জনের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া হয়েছে। অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে ৪ জনের, ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ১ জনের এবং স্বতন্ত্র প্রার্থী জোটের পক্ষ থেকে ১ জনের মনোনয়নপত্র জমা দেয়া হয়। গত ৩ ফেব্রুয়ারি নারী আসনের আগামী নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। সংসদ সদস্যরা মূলত নারী আসনের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে থাকেন। তবে একটি আসনের একজনের অধিক মনোনয়নপত্র জমা না পড়লে নির্বাচনের প্রয়োজন হবে না। আজ মঙ্গলবার এসব মনোনয়নপত্র বাছাই করা হবে। তবে বাছাইয়ে কারও মনোনয়নপত্র অবৈধ না হলে আগামী ১৬ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ দিনেই নারী সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করবে ইসি। তফসিল অনুযায়ী আগামী ৪ মার্চ নারী আসনের ভোট গ্রহণে দিন ধার্য করা হয়েছে।
×