ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসটিআইর অভিযান

পরিমাপে কারচুপি করায় দুই পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:০৬, ১২ ফেব্রুয়ারি ২০১৯

পরিমাপে কারচুপি করায় দুই পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর দুই পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার তেজগাঁও ও কল্যাণপুর এলাকায় বিএসটিআই’র সার্ভিলেন্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ লঙ্ঘন করায় এ মামলা করা হয়। অভিযুক্ত দুই পাম্পের মধ্যে এলেনবাড়ী এলাকার মেসার্স ট্রাস্ট ফিলিং স্টেশনের ১০ অকটেন ও একটি ডিজেল ইউনিট পরিমাপে কম প্রদান এবং মেসার্স সিটি ফিলিং স্টেশনের ডিজেল ইউনিটে পরিমাপে বেশি প্রদান করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘিত হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা করা হয়। এদিকে বিএসটিআই’র আরেকটি দল সায়েদাবাদ, উত্তর যাত্রাবাড়ী, ডেমরা রোড, মীর হাজীরবাগ ও শ্যামপুর এলাকায় একটি সার্ভিলেন্স অভিযান পরিচালনা করে। অভিযানে বিএসটিআই’র লাইসেন্স ব্যতিরেকে ড্রিংকিংওয়াটার বিক্রি/বিতরণ করার কারণে সায়েদাবাদের বিক্রমপুর ড্রিংকিংওয়াটার, যাত্রাবাড়ীর এসটি ড্রিংকিং ওয়াটার, উত্তর যাত্রাবাড়ীর এনার্জি ড্রিংকিং ওয়াটার, শ্যামপুরের সতেজ ড্রিংকিংওয়াটার ও মা এন্টারপ্রাইজের নোংরা ও অস্বাস্থ্যকর জার ধ্বংসসহ পানির উৎপাদন বন্ধ করে দেয়া হয়। একই এলাকার হোটেল ও রেস্তরাঁয় অভিযান পরিচালনা করে ১,২০০ পানির জার ধ্বংস করা হয়। এ ছাড়া যাত্রাবাড়ীর সুপারমর্নিং ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
×