ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অন্তঃসত্ত্বা ইউএনওকে ওএসডির পর সৃষ্ট ঘটনায় সংসদে ক্ষোভ

প্রকাশিত: ১১:০৭, ১২ ফেব্রুয়ারি ২০১৯

অন্তঃসত্ত্বা ইউএনওকে ওএসডির পর সৃষ্ট ঘটনায় সংসদে ক্ষোভ

সংসদ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) অন্তঃসত্ত্বা হোসনে আরা বেগমকে ওএসডির কারণে অপরিপক্ব সন্তান জন্মদান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে জাতীয় সংসদের ক্ষোভ প্রকাশ করেছেন সরকারী দলের দুই সিনিয়র সংসদ সদস্য। তাঁরা ওই নারী ইউএনও’র ওএসডি’র কারণ জানতে চেয়েছেন। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ারও দাবি জানান তাঁরা। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে এ ব্যাপারে প্রসঙ্গটি উত্থাপন করেন সাবেক নারী ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। পরে তার সেই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কথা বলেন নারায়ণগঞ্জ সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। পয়েন্ট অব অর্ডারে মেহের আফরোজ চুমকী বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এক সংক্রান্ত সংবাদের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ওই ইউএনও আবেগঘন স্ট্যাটাস দিয়ে লিখেছেন মা হওয়াটাই অপরাধ। সেই নারী ইউএনও দীর্ঘ ৯ বছর পর মা হতে যাচ্ছিলেন। সেই নারী গুরুত্বপূর্ণ পদে আছেন। একাদশ সংসদ নির্বাচনে তিনি সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। তার কাজের কোন গাফিলতি ছিল না, বরং উর্ধতন কর্মকর্তারা প্রশংসা করেছেন।
×