ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আখতারের বিরুদ্ধে দুর্নীতি মামলা বাতিলের আবেদন হাইকোর্টে খারিজ

প্রকাশিত: ১১:০৭, ১২ ফেব্রুয়ারি ২০১৯

আখতারের বিরুদ্ধে দুর্নীতি মামলা বাতিলের আবেদন হাইকোর্টে খারিজ

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এন এইচ আখতার হোসেনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতে থাকা মামলাটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে মামলাটি আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে ফারমার্স ব্যাংক ঋণ কেলেঙ্কারি মামলায় জামিন হয়নি সোহেল রানার। আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিলের জন্য দুদকের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের ফলে আখতার হোসেনের বিরুদ্ধে মামলাটি চলতে আর কোন বাধা রইল না। রানার জামিন হয়নি ॥ ফারমার্স ব্যাংক ঋণ কেলেঙ্কারি মামলায় জামিন হয়নি কর্মকর্তা সোহেল রানার। জামিন আবেদন খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিলের জন্য দুদকের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
×