ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবসরে গিয়েও সরকারী সুযোগ ভোগ, তৃতীয় শ্রেণীর কর্মকর্তার পাজেরো জব্দ

প্রকাশিত: ১১:০৯, ১২ ফেব্রুয়ারি ২০১৯

অবসরে গিয়েও সরকারী সুযোগ ভোগ, তৃতীয় শ্রেণীর কর্মকর্তার পাজেরো জব্দ

স্টাফ রিপোর্টার ॥ দু’বছর আগে চাকরি থেকে অবসরে গিয়েও সরকারী গাড়ি, ড্রাইভার ও জ্বালানি খরচ করছেন এমন একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিদ্যুত উন্নয়ন বোর্ডের এই কর্মচারী হচ্ছেন সিবিএ নেতা, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দীন মিয়া। গত ১০ বছর ধরে অবৈধভাবে সরকারী পাজেরো গাড়িটি ব্যবহার করছেন তিনি। সোমবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুদক এনফোর্সমেন্ট টিম তার ব্যবহৃত পাজেরো গাড়িটি জব্দ করেছে। দুদকের সহকারী পরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
×