ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চারঘাটে মাদক বিক্রেতাদের গোলাগুলি ॥ নিহত ১

প্রকাশিত: ১২:০৩, ১২ ফেব্রুয়ারি ২০১৯

চারঘাটে মাদক বিক্রেতাদের গোলাগুলি ॥ নিহত ১

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে মাদক বিক্রেতাদের দুপক্ষের মধ্যে গোলাগুলিতে ফজলুল হক (৪৫) নিহত হয়েছে। রবিবার গভীর রাতে চারঘাট উপজেলার রাওথা এলাকায় গোলাগুলিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান। নিহত ফজলুল ওই এলাকার ওয়াব মুন্সির ছেলে। ফজলুলের বিরুদ্ধে রাজশাহীর চারঘাট ছাড়াও বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত ১০টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। এএসপি আবদুর রাজ্জাক খান জানান, রাতে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড শটগানের গুলি ছুড়ে। এতে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় ফজলুলকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এএসপি রাজ্জাক বলেন, ঘটনার সময় চারঘাট থানার ওসি নজরুল ইসলামসহ পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল এবং ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
×