ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে বারি প্রযুক্তি প্রদর্শনী সম্পন্ন

প্রকাশিত: ১২:০৪, ১২ ফেব্রুয়ারি ২০১৯

গাজীপুরে বারি প্রযুক্তি প্রদর্শনী সম্পন্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) দুই দিনব্যাপী ‘বারি প্রযুক্তি প্রদর্শনী ২০১৯’ সোমবার সম্পন্ন হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি করে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর দ্বিতীয় দিনে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বিভিন্ন মাঠ ও ল্যাব পরিদর্শন এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৪’শ কৃষক-কিষানি অংশগ্রহণ করেন। সকালে কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনুষ্ঠানে বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি ছিলেন। বারির পরিচালক (গবেষণা) ড. আবদুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালক ড. মদন গোপাল সাহা, পরিচালক ড. লুৎফর রহমান, গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মাহবুব আলম প্রমুখ। আয়োজকরা জানান, বারি এ পর্যন্ত ২০৮ টিরও বেশি ফসলের ৫৩১টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৫০৫টি অন্য প্রযুক্তিসহ ১,০৩৬ টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে। ‘বারি প্রযুক্তি প্রদর্শনী ২০১৯’-এ বারি কর্তৃক বিভিন্ন সময়ে উদ্ভাবিত এসকল প্রযুক্তি প্রদর্শন করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) কৃষি উৎপাদন বৃদ্ধি করে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকার দানা জাতীয় শস্য, কন্দাল, সবজি, ডাল, তৈলবীজ, ফল ও অন্য ফসলের ওপর গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।
×