ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে থুথু খাওয়ানোর অভিযোগ

প্রকাশিত: ১২:০৫, ১২ ফেব্রুয়ারি ২০১৯

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে থুথু খাওয়ানোর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ ফেব্রুয়ারি ॥ শহরের পুরান বাজার এলাকায় মুক্তনগর মদীনাতুল উলুম মাদ্রাসার ইউসুফ নামের এক ছাত্রকে বাথরুমের থুথু চেটে খাওয়ানোর অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মেজবাহ বিরুদ্ধে। এ ঘটনা সোমবার সকালে জানাজানি হয়ে গেলে লোকজন ও অভিভাকদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সূত্রে জানা গেছে, মুক্তনগর মদীনাতুল উলুম মাদ্রাসার শ্রেণীকক্ষে পড়ানোর সময় কথা বলার অভিযোগে ইউসুফ নামে এক ছাত্রকে বাথ রুমে থুথু ফেলে সেই থুথু চেটে খেতে বাধ্য করে। পরে ওই ছাত্রের অভিভাবক, লোকজন ও অন্য ছাত্রের অভিভাবকদের মধ্যে বিষয়টি জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় তারা মাদ্রাসার সামনে বিক্ষোভ শুরু করে। পরিস্থিত বেগতিক দেখে ওই শিক্ষক গা ঢাকা দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্যাতিত ছাত্র ইউসুফ জানায়, ‘আমি শ্রেণীকক্ষে কথা বলার কারণে হুজুর আমাকে বাথরুমে থুথু ফেলে সেই থুথু চেটে খেতে বাধ্য করেন। এছাড়াও ওই হুজুর বিভিন্ন সময় ছাত্রদের সঙ্গে খুব খারাপ আচরণ করেন।’ মুক্তনগর মদীনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মাহমুদ উল্লাহ বলেন, ‘ঘটনাটি জানার পরে ওই শিক্ষককে ভর্ৎসনা করেছি।
×