ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সমান

প্রকাশিত: ১২:০৬, ১২ ফেব্রুয়ারি ২০১৯

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সমান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফলে এবার আওয়ামী লীগ-বিএনপি সমানে সমান। সভাপতি পদসহ ৯টি পদে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল। আর সাধারণ সম্পাদকসহ ৯টিতে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। বাকি একটি আসনে জয়ী হয়েছেন সমমনা আইনজীবী সংসদের প্রার্থী। রবিবার নির্বাচন শেষে রাত ১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম চৌধুরী। নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী বদরুল আনোয়ার ১ হাজার ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সৈয়দ মোক্তার আহমেদ পান ৮০২ ভোট। সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আইয়ুব খান। বাকি যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি পদে ঐক্য পরিষদের ইসহাক, সহসভাপতি পদে সমন্বয় পরিষদের রফিকুল আলম, সহসাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের রাশেদ ফারুকী, অর্থ সম্পাদক পদে ঐক্যপরিষদের রফিকুল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ঐক্য পরিষদের জেবুন্নাহার লীনা, পাঠাগার সম্পাদক পদে সমমনা সংসদের ভাস্কর রায় এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের হাসান মুরাদ। এছাড়া কার্যনির্বাহী সংসদের ১০টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ৫টি এবং বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ৫টিতে বিজয়ী হয়।
×