ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দয়াময়ীর মেলা আজ

প্রকাশিত: ১২:১৫, ১২ ফেব্রুয়ারি ২০১৯

দয়াময়ীর মেলা আজ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ আজ মঙ্গলবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের সুতাবাড়িয়া নদীর পশ্চিম তীরে বসছে আড়াই শ’ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দয়াময়ীর মেলা। ভোর রাত থেকে গভীর রাত পর্যন্ত চলবে মেলা। শাঁখ, ঢোল, উলুধ্বনির মধ্যে দিয়ে প্রত্যুষে শিব ও দয়াময়ীর পূজার মাধ্যমে মেলার সূচনা হবে। সারা দিনব্যাপী পূজা-অর্চনা ছাড়াও চলবে নানা উৎসব-আয়োজন। এ মেলাটি মিষ্টি-ম-ার মেলা হিসেবেও সমধিক পরিচিত। মেলায় অন্তত হাজার মণ মিষ্টি ম-াই কেনাবেচা হবে। মেলায় রং বেরংয়ের আকর্ষণীয় বিভিন্ন খেলনার দোকান, পল্লীবাসীদের স্বহস্তে তৈরি বুনন সামগ্রী, গৃহস্থলি তৈজসপত্রের পণ্য সামগ্রী, মাটির তৈরি বাসন-কোসনের হরেক রকম দোকান বিকিকিনিতে জমজমাট হয়ে উঠবে। ইবিতে পিঠা উৎসব ইবি সংবাদদাতা ॥ নক্সি পিঠা, জামাই পিঠা, কমলা সুন্দরী পিঠাসহ ২৫ প্রকার গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। সোমবার দুপুর ২ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ইলেক্ট্রনিক্স এ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমানসহ রংপুর বিভাগের শিক্ষকবৃন্দ। উৎসবে রংপুর বিভাগের আটটি জেলার শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
×