ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের অভিনন্দন

প্রকাশিত: ১২:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রীকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের অভিনন্দন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোজা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আমি আপনাকে আনন্দের সঙ্গে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ খবর বাসসর। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার চতুর্থ মেয়াদে আপনি এ অঞ্চল ও এশিয়া স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহযোগিতা, সংলাপ ও মীমাংসাকে উৎসাহিত করা অব্যাহত রাখবেন।’ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোজা তাঁর সরকার ও জনগণের পক্ষ থেকে নতুন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে শেখ হাসিনার সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, ‘আপনার সামনে অনেক চ্যালেঞ্জ থাকলে আপনার অভিজ্ঞতা ও সংকল্প একটি স্থিতিশীল ও নিরাপদ বিশ্ব গড়ায় অবদান রাখতে আপনাকে অর্থবহভাবে সহায়তা করবে।’ সিরিল রামাফোজা বলেন, ‘আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
×