ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ২২ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশিত: ১২:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০১৯

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ২২ রোহিঙ্গা উদ্ধার

বিডিনিউজ ॥ সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফে বাইশ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। সোমবার টেকনাফ সদর ইউনিয়নের উত্তরলম্বরীর একটি পাহাড় থেকে এদের আটক করা হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে একজন পুরুষ, ১০ জন নারী ও ১১ জন শিশু রয়েছে। কর্নেল জামান বলেন, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কিছু লোককে জড়ো করার খবরে বিজিবির একটি দল অভিযান চালায় এবং সেখানে জড়ো হওয়া ২২ জন রোহিঙ্গাকে পাওয়া যায়। স্থানীয় দালালসহ সংঘবদ্ধ চক্রের সদস্যরা সাগরপথে এদের মালয়েশিয়া পাচারের জন্য সেখানে নিয়ে আসে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। ট্রলারে তোলার জন্য তারা পাহাড়ের ঝোপ-জঙ্গলে অবস্থান করছিল। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা। এর আগে গত শনিবার ও রবিবার টেকনাফ ও উখিয়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৯৫ জন রোহিঙ্গাকে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার করা হয়।
×