ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ভারত রত্ন’ নেবে না ভূপেন হাজারিকার পরিবার

প্রকাশিত: ২৩:৩২, ১২ ফেব্রুয়ারি ২০১৯

‘ভারত রত্ন’ নেবে না ভূপেন হাজারিকার পরিবার

অনলাইন ডেস্ক ॥ এ বছর উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ভূপেন হাজারিকাকে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন উপাধিতে ভূষিত করেছে ভারত সরকার। ভূপেন হাজারিকাকে কেন আগেই এ সম্মাননা দেয়া হয়নি তার জন্য দুঃখ ও উষ্মা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ সম্মাননা গ্রহণ করবে না বলে জানিয়েছে শিল্পীর পরিবার। ভূপেন হাজারিকার জন্ম ১৯২৬ সালে, ভারতের আসামে। ২০১১ সালে মৃত্যু হয় তার। রাজ্যটিতে বিজেপি সরকারের তৈরি নাগরিকত্ব বিল নিয়ে বিতর্কের জেরে এ সম্মাননা গ্রহণ করতে চান না শিল্পীর ছেলে তেজ হাজারিকা। যে বিলের কারণে নাগরিত্ব হারাবে লাখ লাখ মানুষ। তেজ হাজারিকা বলেছেন, আমি আসামের পরিস্থিতি জানি। বাবা সবসময় আসামের মানুষের সংগ্রামে পাশে ছিলেন। তিনি হয়তো এই সংকটময় মুহূর্তে এ সম্মাননা গ্রহণ করতে চাইতেন না। তাই তার ছেলে হিসেবে আমিও ভারত সরকারের দেয়া এ মরণোত্তর সম্মাননা গ্রহণ করতে চাই না। এই মুহূর্তে আমি আসামের মানুষের জন্য শুধু এটুকুই করতে পারি। আমার মন ও বিবেক আমাকে সম্মাননা গ্রহণ না করতেই উপদেশ দিচ্ছে। সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন বাবা, তিনি সব সম্মাননার উর্ধ্বে। সূত্র: নর্থইস্ট নাউ
×