ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ

প্রকাশিত: ০৪:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০১৯

বরিশালে যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে সাফিয়া আক্তার (২৬) নামের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের হিরন কলোনীতে। নির্যাতনের শিকার সাফিয়া আক্তারের বাবা আব্দুল মালেক মিয়া পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছেন। বিয়ের পর থেকে সে (সাফিয়া) স্বামী জসিম হাওলাদারের সাথে নগরীর হিরন কলোনীতে বসবাস করছিলেন। নির্যাতনের শিকার সাফিয়া আক্তার জানান, তার স্বামী জসিম ব্যবসার কথা বলে একাধিকবার তার পরিবারের কাছ থেকে যৌতুক নিয়েছেন। সম্প্রতি সময়ে মাদক মামলায় কারাভোগের পর জামিনে বেরিয়ে জসিম পূর্ণরায় যৌতুক হিসেবে তার (সাফিয়া) বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা এনে দিতে বলেন। এতে অপরাগতা প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে জসিম গত ৯ ফেব্রুয়ারী সাফিয়াকে মারধর করে বাসা থেকে বের করে দেন। বিষয়টি এলাকার কয়েকজন ব্যক্তিকে জানালে ক্ষিপ্ত হয়ে ওইদিন বিকেলে ভাটারখাল এলাকায় বসে ফের সাফিয়াকে মারধর করে গুরুতর জখম করে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অবস্থায় সাফিয়াকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন সাফিয়া আক্তার জানান, সুস্থ্য হয়ে তিনি পাষন্ড স্বামী জসিম হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।
×