ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ভ্রাম্যমান আদালতে দুইজনের জেল

প্রকাশিত: ০৫:২৯, ১২ ফেব্রুয়ারি ২০১৯

কালকিনিতে ভ্রাম্যমান আদালতে দুইজনের জেল

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে ভ্রামমান আদালতের মাধ্যমে মোঃ আকবার সরদার-(৩৫) ও আরবআলী সরদার-(৫৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে এ জেল প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, পৌর এলাকার গোপালপুর গ্রামের আকবার আলী সরদারকে প্রকাশ্যে গাজা সেবন ও আরবআলী সরদার দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। এ অভিযোগে মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করেন। এসময় আরবআলী মাতুব্বরের কাছ থেকে ২০০শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আকবার আলী সরদারকে ছয় মাস ও আরবআলী সরদারকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, গাজাসেবন ও বিক্রির দায়ে তাদের দুজনকে কারাদন্ড দেয়া হয়েছে।
×