ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিডিসির উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৯:১২, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

আইপিডিসির উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের এক কর্পোরেট পরিচালক প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছ। জানা গেছে, আইপিডিসির কর্পোরেট পরিচালক আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভলেপমেন্ট এস এ কোম্পানিটির ১ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার ৪৭৩টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এ কর্পোরেট পরিচালকের কাছে কোম্পানিটির ২ কোটি ৪১ লাখ ১১ হাজার ৫৪৯টি শেয়ার রয়েছে। এ কর্পোরেট পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ারগুলো বিক্রি সম্পন্ন করবে। ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকা লেনদেন অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি। কোম্পানিটির মোট ৭৪ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাট্টালি টেক্সটাইল। কোম্পানির ৬৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
×