ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস

প্রকাশিত: ০৯:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস

সরকারের অতিরিক্ত সচিব প্রণয় কান্তি বিশ্বাস মঙ্গলবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি আইডব্লিউটিসির পরিচালক প্রশাসন পদে দায়িত্ব পালন করছিলেন। বিআইডব্লিউটিসির সভাকক্ষে সবস্তরের কর্মকর্তা-কর্মচারীরা নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রণয় কান্তি বিশ্বাস ১৯৮৫ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। মাঠ প্রশাসনে ১৯৮৮ সালে ১৫ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার অফিসে যোগদানের পর কুড়িগ্রাম ডিসি অফিস থেকে প্রথমে মাঠ প্রশাসনে চাকরি শুরু করেন। -বিজ্ঞপ্তি পিপিপি’র মাধ্যমে বিটিএমসির বন্ধ মিলগুলো পুনরায় চালু করা হবে অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) বন্ধ টেক্সটাইল মিলগুলো পুনরায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’র মাধ্যমে চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি। মঙ্গলবার রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) ভবনে এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকার বিটিএমসি’র টেক্সটাইল মিলগুলো সরকারী সহায়তায় কিংবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’র মাধ্যমে চালু করে।
×