ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুরনো এসি বদলে দিচ্ছে মার্সেল

প্রকাশিত: ০৯:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

পুরনো এসি বদলে দিচ্ছে মার্সেল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশব্যাপী শুরু হয়েছে ‘মার্সেল এসি এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যে কোন ব্র্যান্ডের ব্যবহৃত পুরাতন এসি বদলে নতুন এসি কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। তারা মার্সেলের শোরুমে পুরনো এসি জমা দিয়ে মার্সেলের যে কোন মডেলের এসি কিনতে পারবেন। পুরনো এসির বিনিময়ে নতুন মার্সেল এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহক। এই সুযোগ থাকছে ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে ৩১ মার্চ পর্যন্ত। এছাড়াও মার্সেল এসির সকল ক্রেতারা প্রতিষ্ঠানটির দক্ষ টেকনিক্যাল টিম কর্তৃক ফ্রি ইনস্টলেশন সুবিধা পাচ্ছেন। এসব সুবিধার পাশাপাশি বাসাবাড়িতে ব্যবহৃত ইনভার্টার প্রযুক্তির এসির কম্প্রেসরের গ্যারান্টির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ১০ বছর করেছে মার্সেল। আগে ৮ বছরের জন্য মিলতো এই গ্যারান্টি সুবিধা। ক্রেতারা ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে মার্সেল ইনভার্টার এসি ক্রয়ের ক্ষেত্রে কম্প্রেসরের বর্ধিত এই গ্যারান্টি সুবিধা পাচ্ছেন। মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াৎ হোসেন বলেন, সারাদেশে মার্সেল পণ্যের গ্রাহকপ্রিয়তা ব্যাপকহারে বাড়ছে। এরই প্রেক্ষিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে এসব উদ্যোগ নেয়া হয়েছে। মার্সেল বিশ্বাস করে, পণ্য বিক্রির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের মানুষের প্রতি মার্সেলের দায়বদ্ধতা রয়েছে। গ্রাহকের হাতে সাশ্রয়ী মূল্যে প্রযুক্তি পণ্যের সুফল পৌঁছে দেয়া ও সর্বোত্তম সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। এরই পরিপ্রেক্ষিতে ‘এসি এক্সচেঞ্জ অফার’সহ কম্প্রেসরে দীর্ঘস্থায়ী গ্যারান্টি সুবিধা ও ফ্রি ইনস্টলেশন সুবিধা দেয়া হচ্ছে।
×