ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিন ক্যাটাগরির সেরা পুরস্কার পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত: ০৯:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

তিন ক্যাটাগরির সেরা পুরস্কার পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৪তম আসরে তিন ক্যাটাগরির সেরা পুরস্কার পেয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন গ্রুপ। মেলায় দৃষ্টিনন্দন ও শৈল্পিক ডিজাইনের প্যাভিলিয়ন তৈরি করায় সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কারও পেয়েছে একই গ্রুপের মার্সেল প্যাভিলিয়ন। এছাড়াও মেলায় মোট ৪১ লাখ ১ হাজার ৭৩২ টাকা ভ্যাট প্রদান করে সেরা ভ্যাটদাতা ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ওয়ালটনের পক্ষে সেরা প্রিমিয়াম প্যাভিলিয়নের পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির। আজ থেকে ৭ম বাংলাদেশ টি-শার্ট উৎসব আজ বুধবার থেকে ৭ম বাংলাদেশ টি-শার্ট উৎসব-২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ হবে আগামী ২০ ফেব্রুয়ারি। দেশীয় টি-শার্ট ও পোশাক মেলা উপলক্ষে আজিজ সুপার মার্কেট শাহবাগ এ সকল পোশাকের ওপর ২০% ছাড় থাকবে এবং এছাড়া আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা থাকছে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। -বিজ্ঞপ্তি
×