ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস শিল্পমন্ত্রীর

প্রকাশিত: ০৯:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

রং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস শিল্পমন্ত্রীর

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে বর্তমান ৬০টি প্রতিষ্ঠান রং উৎপাদন করছে। আগামীতে এসব রং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারী সুযোগ-সুবিধা বাড়ানা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, দেশীয় শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আমদানি বিকল্প পণ্য উৎপাদন বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের (বিপিএমএ) এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব এ কথা বলেন। বিপিএমএর সভাপতি রূপালী চৌধুরী, মহাপরিচালক আসাদুজ্জামান শহীদ খান, সিনিয়র সহসভাপতি হাজী শফিকুল্লাহ্ খান, সহসভাপতি হামিদুর রহমান ও প্রকৌশলী আবদুর রহমান, কোষাধ্যক্ষ ও সৌমিত্র রায় কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ খাতের উদ্যোক্তারা বলেন, রঙে সীসার পরিমাণ চিহ্নিত করার জন্য বিএসটিআই নির্ধারিত মার্কিং ফি তুলনামূলকভাবে অনেক বেশি। এছাড়া বিনিয়োগ সামর্থ্য ও জনবলের সীমাবদ্ধতার কারণে দেশীয় রং উৎপাদনকারী কারখানাগুলোর পক্ষে এসআরও অনুযায়ী ল্যাবরেটরি স্থাপন সম্ভব হচ্ছে না। ফলে তাদের ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে। তারা উল্লিখিত এসআরওর নির্দেশনা বাধ্যতামূলক না করে, ঐচ্ছিক করার দাবি জানান।
×