ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কারাগারের বাইরে রেখে সংশোধন সংক্রান্ত অর্ডিনেন্স প্রতিপালনের নির্দেশ

প্রকাশিত: ১১:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

কারাগারের বাইরে রেখে সংশোধন সংক্রান্ত অর্ডিনেন্স প্রতিপালনের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় দ-িত অপরাধীদের সাজা ভোগের ক্ষেত্রে কারাগারের বাইরে রেখে আসামির সংশোধন-সংক্রান্ত প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিনেন্স, ১৯৬০ এর বিধানাবলীর যথাযথ প্রয়োগ ও প্রতিপালনের সুপ্রীমকোর্ট প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে মঙ্গলবার সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুপ্রীমকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, কারাগারের বাইরে আসামিকে রেখে তার সংশোধনে সুযোগ দিতে আমাদের ‘প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিনেন্স, ১৯৬০’ নামে একটি আইন রয়েছে। কিন্তু আইনটি বাস্তবায়ন না হওয়ায় স্বল্প সাজার আসামিরা কারাগারে বড় বড় অপরাধীদের সঙ্গে থেকে ভবিষ্যতে বড় অপরাধী হয়ে গড়ে উঠছে। তাই এ সংশ্লিষ্ট আইনের বাস্তবায়নে সুপ্রীমকোর্ট থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
×