ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে মাঠ দিবস

প্রকাশিত: ১২:০১, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

বরিশালে মাঠ দিবস

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উচ্চ ফলনশীল বিনা সরিষা-৪ এর সস্প্রসারণের লক্ষ্যে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে মাঠ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন আদর্শ কৃষক মকবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিনা উপকেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আকতার, বৈজ্ঞানিক কর্মকর্তা সোহেল রানা, নাজমুন নাহার। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন তুহিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, জাকির হোসেন প্রমুখ। বাল্যবিয়ে রোধে আলোচনা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ ফেব্রুয়ারি ॥ নকলায় বাল্যবিয়ে, যৌতুক, মাদক প্রতিরোধ ও ভিক্ষাবৃত্তি নিরুৎসাহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশকে বাল্যবিয়ে, যৌতুক, ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত ও মাদকমুক্ত করতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে সরকারী নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। এরপর তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের মাঝে বিনামূল্যে টিফিনবক্স বিতরণ করেন।
×