ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে দুই পুলিশ কর্মকর্তার রিমান্ড

প্রকাশিত: ১২:০২, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

মানিকগঞ্জে দুই পুলিশ কর্মকর্তার রিমান্ড

নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ॥ তরুণীকে দুই দিন আটকে রেখে ইয়াবা খাইয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাটুরিয়া থানার এসআই সেকেন্দার হোসেন এবং এ এসআই মাজহারুল ইসলামকে ৬ দিনের রিমান্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। মানিকগঞ্জ জুডিশিয়াল আদালত-৭ এর বিচারক মোঃ গোলাম ছারোয়ার দুপুর দেড়টায় এই আদেশ দেন। এর আগে সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের আদালতে নেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ আদালতে ১০ দিনের রিমান্ড চান। আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মানিকগঞ্জে পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, ঘটনা জানার পর আমরা দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। ৬ দিনের রিমান্ডে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় বিষয়ে জিজ্ঞাসাবাদ করে অল্প সময়ের মধ্যে আদালতে রিপোর্ট দাখিল করবেন। পুলিশের লোক বলে কোন ছাড় দেয়া হবে না। উল্লেখ্য, সাটুরিয়ায় আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। উপজেলা ডাকবাংলোর একটি কক্ষে দুই দিন আটকে রেখে দুই কর্মকর্তা এসআই সেকেন্দার হোসেন এবং এ এস আই মাজহারুল ইসলাম জোর করে ইয়াবা খাইয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। রবিবার বিকেলে নির্যাতনের শিকার ওই তরুণী মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমানের কাছে লিখিত অভিযোগ করেন। সোমবার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার হয়। মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে চীফ জুডিশিয়াল আদালত-৭ এর বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
×